নরসিংদীর খবর
নরসিংদী প্রেস ক্লাব ভবনে সম্পাদক পরিষদের অফিস উদ্বোধন

বাণী রিপোর্ট : নরসিংদী প্রেস ক্লাব ভবনের ৪র্থ তলায় আজ সোমবার (৯ মে ) সন্ধায় নরসিংদী সম্পাদক পরিষদ এর অফিস উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে অফিস উদ্বোধন করেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবীর শাহ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সম্পাদক পরিষদের সভাপতি মোহাম্মদ জয়নুল আবেদীন। স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মনজিল এ মিল্লাত, নরসিংদী সম্পাদক পরিষদের সিনিয়র সহ সভাপতি মোঃ ফারুক মিয়া, সহ সভাপতি মোঃ শফিকুল ইসলাম মতি, কোষাধ্যক্ষ মোঃ মোস্তফা খান, সদস্য হলধর দাস, মোঃ কামাল হোসেন ভুইয়া, এস এম আরিফুল হাসান, এম নুরুদ্দিন আহমেদ, সাংবাদিক সোহেল এস হোসেন বিপ্লব প্রমূখ।