নরসিংদী ডায়াবেটিক সমিতি নির্বাচনে ইরান-নূরুল পরিষদের বিজয়

বাণী রিপোর্ট : নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদ নির্বাচন ২০২১-২০২৩ নির্বাচন গতকাল শনিবার উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ইরান-নূরুল পরিষদ এর পূর্ণ প্যানেল বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়। মোট ২২৮ ভোটের মধ্যে কাস্ট হয় ১৭৯ ভোট। প্যানেলে সর্বোচ্চ ১৭১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয় আলহাজ্ব মোঃ নূরুল আমিন।
পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মো: মারুফ খান, সহ সভাপতি পদে পদাধিকার বলে নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মো: হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ পদে মো: আজহারুল ইসহাক মোল্লা (দুলাল)।

সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন সহ সভাপতি—আলহাজ্ব মো: মেজবাহ উদ্দিন ভূঞা ইরান, সহ সভাপতি আলহাজ্ব মো: মোমেন সরকার, সহ সভাপতি ডা. এম এস এস হাসান আল জামী। যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আমিনূল হক বাচ্চু, কাজী মো: সোহেল, নির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন, আলহাজ্ব মো: এনামুল হক মনির, কাজী তোফাজ্জল হোসেন, মলয় কুমার বর্মন, মো: রাসেল বিন হাসনাত, মো: নাজমুল হক ভূইয়া, আলহাজ্ব মো: কাজিম উদ্দিন, মো: আ: বাছেদ মিয়া, এম এ বাশার (বাচ্চু) ও পরেশ সূত্রধর। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অহিভূষন চক্রবর্তী , ডা. আর কে মল্লিক ও রাফিয়া সুলতানা।