পলাশে ট্রাকচাপায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু
বাণী রিপোর্ট : নরসিংদীর পলাশ উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মোস্তফা কামাল (৩৮) নামে একজন স্বাস্থ্য কর্মকর্তার করুন মৃত্যু নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হারুনুর রশিদ গুরুতর আহত হন
শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাগপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা কামালের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার আনু হাওলা গ্রামে। তিনি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে দশটার দিকে মোটরসাইকেল যোগে পলাশ থেকে দুই স্বাস্থ্য কর্মকর্তা ঘোড়াশাল যাচ্ছিলেন । প্রাণ ফুড ফ্যাক্টরীর প্রধান গেটের সামনে পৌঁছলে পিছন থেকে ওই কোম্পানির একটি পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোস্তফা কামাল মারা যান। এ সময় মোটরসাইকেলে থাকা অপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হারুনুর রশিদ গুরুতর আহত হন।
পরে ফায়ার সার্ভিসের সিনিয়ির ষ্টেশন অফিসার সাদিকুল বারীর নেতৃত্বে নিহত মোস্তফা কামালের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং আহত অপর স্বাস্থ্য কর্মকর্তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
স্বাস্থ্য কর্মকর্তা মোস্তফা কামাল নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. নাসির উদ্দীন।
নিহত ডক্তার মোস্তফা কামাল বাংলাদেশ হিউম্যান রাইর্স এন্ড প্রেস সোসাইটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ও ডাঃ হারুন রশীদ সহসভাপতি। ।
এলাকাবাসী অভিযোগ করেন প্রাণ কোম্পানির ড্রাইভারদের বেপরোয়া গাড়ি চালানো এবং প্রাণ ফ্যাক্টরীর সামনে অপরিকল্পিত স্পিরিড ব্রেকার এর কারনে হতাহতের ঘটনা ঘটছে।
মানবাধিকার সংগঠনে সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনু বলেন, এব্যপারে কেউ বাদী না হলে মানবাধিকার সংগঠন এর পক্ষ থেকে আমি বাদী হয়ে মামলা করব। প্রাণের গাড়িটি ঘোড়াশাল পুলিশ ফাঁড়িতে জব্দ আছে বলে জানান ইনসার্জ জহিরুল ইসলাম।