নরসিংদী পৌর নির্বাচনে আওয়ামী লীগের ৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা
বাণী রিপোর্ট : আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত একজনসহ আওয়ামী লীগের ৫জন প্রার্থী নরসিংদী পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
রবিবার জেলা রিটার্নিং অফিসারের কাছে দলীয় মনোনয়ন প্রাপ্ত আমজাদ হোসেন বাচ্চু দলীয় বিদ্রোহী আরো ৪জন তাদের মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমজাদ হোসেন বাচ্চুর সাথে আরো উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূঞা, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জি.এম. তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান কামরুল সহ অন্যান্য নেতাকর্মীরা।
এছাড়াও নরসিংদী পৌরসভায় আওয়ামীলীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু গ্রুপের মনোনয়ন জমা দিয়েছেন ৪ জন। তারা হলেন, এস এম কাইয়ুম, আশরাফ হোসেন সরকার, মোন্তাজ উদ্দিন ভুইয়া, রিপন সরকার।
এছাড়াও নরসিংদী পৌরসভায় মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী মো: হারুন অর রশিদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আসাদুল হক মনোনয়ন জমা দিয়েছেন। মেয়র পদে ৭জন মনোনয়ন পত্র দেন।