নরসিংদীর পৌর নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী হারুন অর রশিদ হারুন
বাণী রিপোর্ট : নরসিংদী পৌরসভার নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমানে (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক), হারুন অর রশিদ হারুন। শুক্রবার (১৫ জানুয়ারি) বিকালে বিএনপির কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
হারুন অর রশিদ হারুন নরসিংদী সদর -১ আসনের চার চারবারের নির্বাচিত সাংসদ ও জেলা বিএনপির সভাপতি মরহুম সামসুদ্দীন আহমেদ এছাকের ছেলে। হারুন অর রশিদ হারুন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে নরসিংদীর সর্বমহলে পরিচিত। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থেকে সমাজ সেবামূলক কাজের মাধ্যমে নরসিংদীর বাসীর পাশে রয়েছেন।
চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নরসিংদী ও মাধবদী পৌরসভার নির্বাচন। নরসিংদী পৌরসভায় ব্যালটের মাধ্যমে ও মাধবদী পৌরসভায় ইভিএম এ ভোট গ্রহণ করা হবে। ৩ ডিসেম্বর নির্বাচন কমিশন এই দুটি পৌরসভাসহ ৫৬টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানয়ারি।