নরসিংদীতে ১৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত
বাণী রিপোর্টঃ শীতের শুরুতে করোনার প্রকোপ যেন বেড়েই চলেছে। নরসিংদীতে গত ২৪ ঘন্টায় নতুন ৩ জন সহ মোট ১৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ২৬৫০ জনে। বৃহঃস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানান, নরসিংদীর সিভিল সার্জন ডা. মোঃ নূরুল ইসলাম।
সিভিল সার্জন জানান, গত ২৪ নভেম্বর ৮২ জনের ও ১ ডিসেম্বর ৩৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। মঙ্গলবার রাতে হাতে পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে ১১ জনের এবং বৃহঃস্পতিবার দুপুরে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে সদর উপজেলার ০৮ জন, বেলাবতে ০৩ জন, পলাশে ০২ জন ও শিবপুরে ০১ জন। এ নিয়ে পুরো জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল দুই হাজার ৬৫০ জনে।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ১৪ হাজার ৮৬০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।
করোনায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৫৫২ জন, শিবপুরে ২৬৮ জন, পলাশে ৩০৭ জন, মনোহরদীতে ১৮৭ জন, বেলাবতে ১৫৬ জন ও রায়পুরায় ১৮১ জন।
বর্তমানে কোভিড–১৯ রোগে আক্রান্ত ৮ জন কোভিড ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে এবং ১৪০ জন হোম আইসোলেশনে আছেন। জেলায় এ পর্যন্ত কোভিড-১৯–এর সংক্রমণ শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৫০ জন মারা গেছেন।