বেলাবতে তথ্য অফিস আয়োজিত মহিলা সমাবেশ অনুষ্ঠিত
রেজাউল আলম বিপ্লব : বাংলাদেশে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে সরকার বলে আসছে, করোনাভাইরাসের প্রকোপ শীতে বাড়বে। সেজন্য কয়েকবার প্রস্তুতি নেয়ার তাগিদও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সতর্কতা ছাড়াও মহামারি নিয়ন্ত্রণে গঠিত জাতীয় পরামর্শক কমিটি এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাও কয়েকবারই পরবর্তী ধাপের জন্য প্রস্তুতির কথা বলেছেন।
এ সপ্তাহে যখন সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পেল, সবাই একে দ্বিতীয় ধাপের সঙ্গে মেলাতে শুরু করেছেন।
এই দ্বিতীয় ধাপে শক্ত হাতে করোনা মোকাবেলা করতে উঠান বৈঠক এর মাধ্যমে সতর্ক করে যাচ্ছেন জেলা তথ্য অফিস। বাড়ি বাড়ি উঠান বৈঠক করে তাদের মাঝে মাক্স সহ সবান ও হালকা হেন্ডওয়াস বিতরণ করেন।
মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ওমর আলী, ডেপুটি কমান্ডার, বীরমুক্তিযোদ্ধা চর উজিলাব ইউনিয়ন, বিশেষ অতিথি ছিলেন মোঃ ইসলাম উদ্দীন প্রধান শিক্ষক, দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়।মোঃ রেজাউল হকসভাপতি চর উজিলাব ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ
সাংবাদিক ফাহিমা খানম ও সাংবাদিক বাদল সহ এলাকার গৃহিনীরা সমাবেশে উপস্থিত ছিলেন ।
সমাবেশে জেলা তথ্য অফিসার নাছিমা খানম বলেন, আমার বাল্যবিবাহ ও নারী নির্যাতন এবং মাদক এই সকল কিছু দমন করতে সবসময় কাজ করে যাচ্ছি।
আপনারা নিজেরা পরিহার করুন এবং অন্যকে পরিহার করতে পরামর্শ দিন।