১০ম ধাপে পুরাতন ব্রহ্মপুত্র নদের শেখেরচর (বাবুরহাট) অংশের সীমানা নির্ধারণ
বাণী রিপোর্ট : নদী রক্ষায় বদ্ধপরিকর জেলা প্রশাসন, এ শ্লোগান নিয়ে চলছে হনুমন্তপুর মৌজাস্থিত পুরাতন ব্রহ্মপুত্র নদের (শেখেরচর অংশ) সীমানা নির্ধারণ, অবৈধ স্থাপনা চিহ্নিতকরণ ও সার্ভে কার্যক্রম ।
এ কার্যক্রমে সরেজমিনে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শাহ আলম মিয়া।
মঙ্গলবার (১ ডিসেম্বর) নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশে এবং উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার এর তত্ত্বাবধানে ১০ম ধাপে পুরাতন ব্রহ্মপুত্র নদের শেখেরচর (বাবুরহাট) অংশের সিএস ম্যাপ অনুযায়ী নদীর সীমানা নির্ধারণ, অবৈধ স্থাপনার তালিকা তৈরি ও সার্ভে কার্যক্রম পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার ভূমি মোঃ শাহ আলম মিয়া জানান নদী রক্ষার এ কার্যক্রমে ব্যবসায়ীবৃন্দসহ সকলের সহযোগিতা কাম্য।
জেলা প্রশাসনের এ কার্যক্রম চলমান থাকবে।