বারৈচায় গ্রীন লাইফ স্পেশালাইজ্ড হাসপাতাল উদ্বোধন
রেজাউল আলম বিপ্লব বেলাব প্রতিনিধিঃ সর্বাদিক মানের উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ঢাকা সিলেট মহা সড়কের পাশে নরসিংদীর বেলাব উপজেলা বারৈচা বাজারে প্রতিষ্ঠা করা হয়েছে গ্রীন লাইফ স্পেশালাইজ্ড হসপিটাল।
সু চিকিৎসা মানুষের দৌড় গোড়ায় পৌছে দিতে মঙ্গলবার (১ লা ডিসেম্বর) উদ্ভোধন করা হয়েছে উক্ত হসপিটালটি৷
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বিশিষ্ঠ শিল্পপতি মোস্তফা কামাল পাশা (তাপস) বলেন ডিজিটাল ইসিজি, এক্সরে,আলট্রাসনোগ্রাফসহ ২৪ ঘন্টা সেবা প্রদান করা হবে, মেডিসিন ও হৃদ রোগ বিভাগ, শিশু রোগ বিভাগ, স্ত্রী রোগ ধাত্রী বিদ্যা বিভাগ, অর্থোপেডিক্স বিভাগ, চর্ম যৌনও এলার্জি বিভাগ, মেডিসিন ও নিউরো সার্জারী বিভাগ, নাক- কান ও গলা বিভাগ, কিডনীও মূত্র রোগ বিভাগ, ডায়াবেটিস রোগ বিভাগ সার্বক্ষণিক চিকিৎসা প্রদান করবে।
উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তফা কামাল পাশা( তাপস), চেয়ারম্যান গ্রীন লাইফ স্পেশালাইজ্ড হাসপিটাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা শরমিন। উদ্বোধক বেলাব উপজেলা চেয়ারম্যান ও বেলাব উপজেলা আওয়ামীলীগের সভাপতি শমসের জামান ভূইয়া (রিটন)। উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ আক্তারুজ্জামান চেয়ারম্যান চর উজিলাব ইউপি । শেখ আঃ জলিল, সভাপতি বেলাব প্রেসক্লাব। আশিকুর রহমান হানিফ সাধারন সম্পাদক বেলাব প্রেসক্লাব। সাবেক সভাপতি মোশারফ হোসেন নিলু। অলি মাহমুদ, তরুন ভাস্কর ও গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নরসিংদী জেলা আওয়ামী যুবলীগ । বেলায়েত হোসেন বুলবুল, সাধারন সম্পাদক, চর উজিলাব ইউনিয়ন সহ প্রমুখ।
পরিবেশ গত দিক বিবেচনা করে সবার সু চিকিৎসা নিশ্চিত করনে সবার সহযোগীতা কামনা করেন পরিচালনা পরিষদের সদস্য ডাঃ মোজাম্মেল হক ভূইয়া (নাহিদ)