শিবপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত ১ জন আটক
বাণী রিপোর্ট : নরসিংদীর শিবপুরে গণপিটুনিতে ২ডাকাত নিহত ও ১ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত রাত প্রায় ২টার দিকে শিবপুর মডেল থানাধীন জয়নগর ইউনিয়নের মুরগীবের গ্রামে এঘটনা ঘটে।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর রুপন কুমার সরকার জানান, ডাকাতির প্রস্তুতিকালীন গ্রামবাসীর গনপিটুনিতে সোহেল (৩০), পিতা- আমিনুল হক, সাং- কামালপুর, থানা- কুলিয়ারচর, জেলা-কিশোরগঞ্জ ও অজ্ঞাতনামা একজনসহ মোট দুই জন ডাকাত নিহত হয়। জীবিত অবস্থায় ডাকাত মানিক (২৫), পিতা- আঃ কুদ্দুস, সাং- পশ্চিম আব্দুল্লাহপুর, থানা- কুলিয়ারচর, জেলা-কিশোরগঞ্জকে উদ্ধারপূর্বক আটক করা হয়।
মৃত সোহেলের বিরুদ্ধে ২টি হত্যা মামলা, ১টি চুরি, ১টি অস্ত্র, ১টি নারী নির্যাতনসহ মোট ৫টি মামল রয়েছে এবং আটককৃত মানিকের বিরুদ্ধে ইতোপূর্বের ১টি চুরির মামলা রয়েছে। মৃতদেহ সদর হাসপাতাল মর্গে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।