নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন অতিরিক্ত সচিব
বাণী রিপোর্ট : নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন ভূমি সংস্কার বোর্ড এর সদস্য, অতিরিক্ত সচিব (ভূমি ব্যবস্থাপনা) মোঃ জয়নাল আবেদীন ।
শনিবার (২১ নভেম্বর) ভূমি সংস্কার বোর্ড সদস্য নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। ভূমি অফিসে অতিরিক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল করিম চৌধুরী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহ আলম মিয়া।
এসময় ভূমি সংস্কার বোর্ড সদস্য উপজেলা ভূমি অফিসের দালালমুক্তকরণ কার্যক্রম, ডিজিটাল বাজার ব্যবস্থাপনা কার্যক্রম, রেকর্ড কারেকশন পদ্ধতি, ডিজিটাল রেকর্ডরুম ও নথি ব্যবস্থাপনা,
ডিজিটাল তথ্য ও সেবা বোর্ড, অফিস সংস্কার ও আধুনিকায়ন কার্যক্রম, পারিবারিক ও সামাজিক ভূমি বিরোধ নিষ্পত্তি কার্যক্রম, চলমান সরকারি সম্পত্তি উদ্ধার কার্যক্রম, চলমান নদী খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম, বিভিন্ন রেজিস্টার পর্যবেক্ষণ, ই-মিউটেশন ও মিসকেস কার্যক্রম, মুজিববর্ষ উপলক্ষে ভূমি সেবা ক্যাম্পেইনসহ ডিজিটাল ভূমি উন্নয়ন কর আদায় সংক্রান্ত পাইলট প্রকল্প পরিদর্শন করেন।
এছাড়া তিনি নরসিংদী সদর উপজেলা ভূমি অফিসে চলমান অন্যান্য কার্যক্রম অবলোকন, পর্যবেক্ষণ ও অবগত হন।
এসময় অতিরিক্ত সচিব মোঃ জয়নাল আবেদীন ভূমিসেবা সহজীকরণে মূল্যবান পরামর্শ, উৎসাহ প্রদান, ইনোভেটিভ সেবা বৃদ্ধিতে উদার প্রত্যক্ষ/পরোক্ষ সহযোগিতা এবং সদয় দিকনির্দেশনা প্রদান করেন।