মাধবদীর ডোবা থেকে অজ্ঞাত ব্যাক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ
বাণী রিপোর্ট : ডোবা থেকে অজ্ঞাত ব্যাক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে মাধবদী থানা পুলিশ । সোমবার (২৬ অক্টোবর) নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়ন এর আটপাইকা ঈদগাহ্ বাজার সংলগ্ন নরসিংদী-মদনগঞ্জ সড়কের পূর্ব পাশের ডোবা থেকে অজ্ঞাত এক ব্যাক্তির মৃত দেহ উদ্ধার করা হয়।
মাধবদী থানা পুলিশ জানায় সকাল ১১টায় দিকে এলাকাবাসী ডোবার মধ্যে দুর্গন্ধ যুক্ত লাশ পড়ে রয়েছে দেখতে পেয়ে মাধবদী থানা পুলিশ কে সংবাদ দেয়। সংবাদ পেয়ে মাধবদী থানা পুলিশ লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
প্রাথমিক ভাবে পুলিশ ধারণা করছে প্রায় ৮/১০ দিন আগে থেকেই এই মৃত দেহটি এখানে পড়ে রয়েছে। অর্ধ গলিত লাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। পূর্ব শত্রুতার জের ধরে অথবা কোন অপরাধীচক্র তাকে খুন করে এখানে লাশ ফেলে রাখতে পারে বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।