কবিতাসাহিত্য ও সংস্কৃতি
স্মৃতিপথ
জরাজীর্ণ প্রেমের রাজ ফটক
অথচ তোমার স্মৃতিতে পরিপূর্ণ।
একটু সামনে
আগালেই আগাছা জম্মানো অন্দরমহল
শানবাঁধানো পুকুরঘাট
আর তুমিহীন দিন
কত অপূর্ব হয়ে দাঁড়িয়ে আছে
কত স্মৃতি হাত বাড়িয়ে ডাকে
অথচ তুমি নেই।
তোমার স্মৃতিপট এখন দৃশ্যমান
এখনো জ্বলজ্বল করে জ্বলে।
পাখি কিংবা গাছপালা
সবাই ভাবে,
তুমি কিন্তু নিকটেই আছো
অথচ আমরা ভাবি তুমি কতদূর।
লেখক পরিচিতিঃ শেখ মোঃ সুরুজ আলী সূর্য