৬’শ পিস ইয়াবাসহ ৪মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ
বাণী রিপোর্ট : নরসিংদী মডেল থানা পুলিশ অভিযানে চালিয়ে ৬’শ পিস ইয়াবাসহ চিহ্নিত ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ৮ নরসিংদী মডেল থানাধীন চিনিশপুর গ্যাস অফিসের সামনের পাঁকা রাস্তার উপর হতে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-সোহরাব হোসেন (৫১), পিতামৃত- আঃ করিম বেপারী, সাং-পালালকদী বেপারী পাড়া, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, রিপন সরকার (৩১), পিতা-আবদুল মতিন সরকার,সাং-নবীয়াবাদ দক্ষিণপাড়া, থানা-দেবীদ্বার, জেলা-কুমিল্লা, মোসাঃ মমতাজ বেগম (৪৭), পিতামৃত- খবির সরকার, স্বামীমৃত- আব্দুল ওয়াদুদ শেখ, সাং- দূর্গাপুর, থানা-কাশিয়ানি, জেলা- গোপালগঞ্জ, ও মোসাঃ রাজিয়া আক্তার (৩১), পিতা- আঃ রাজ্জাক, সাং- পূর্ব রসুলপুর, থানা- কামরাঙ্গীরচর, জেলা-ঢাকা।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর রুপন কুমার সরকার জানান, নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দত্ত চৌধুরীর নেতৃত্বে এসআই এম নঈমুল ইসলাম মোস্তাক, এসআই মেহেদী হাসান, এএসআই সোহেল সরকার, এএসআই দীপক কুমার সরকার সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ৬‘শত পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত ৪মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা। এ ব্যপারে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।