জার্মানিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূইয়াকে শুভেচ্ছা জ্ঞাপন
বাণী ডেস্ক : জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের জন্য মোশাররফ হোসেন ভূঁইয়া শুক্রবার দুপুরে বার্লিনে পৌঁছেছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি বার্লিন এ অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পৌঁছালে দূতাবাসের কর্মকর্তা কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশিরা নবনিযুক্ত রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
জার্মান আওয়ামী লীগের নেতাকর্মীরা নবনিযুক্ত রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়াকে ফুল দিয়ে স্বাগত জানায়। এ সময় উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের নেতা মিজানুর হক খান, নুরজাহান খান নুরি, বার্লিন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম আহ্বায়ক ও বার্লিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রুবেল, ওয়াদুত মিয়া, রানা ভুইয়া, বাপ্পি তালুকদার, সূর্য কান্ত ঘোষ, মোহাম্মদ কুদ্দুস আলী, প্লাবন ভুইয়া, নাজিমুদ্দিন, রুবেল শরিফ, জার্মান সেচছাসেবক লীগের সাধারণ সম্পাদক আউয়াল খানসহ আরও অনেকে। এ সময় নবনিযুক্ত রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া সকলকে ধন্যবাদ এবং দূতাবাসের কাজের ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়াকে জার্মানির নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। তিনি সাবেক রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন। মোশাররফ হোসেন ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে তিনি যুক্তরাষ্ট্রের উইলিয়ামস কলেজ ইন ম্যাসাচুসেটস থেকে উন্নয়ন অর্থনীতির ওপর মাস্টার্স অব আর্টস সম্পন্ন করেন। কর্মজীবনে রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া শিল্প মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব পালন করেন।