নরসিংদীর রায়পুরায় সাত বছরের শিশুর আত্মহত্যা
বাণী রিপোর্টঃ নরসিংদীর রায়পুরায় ছোট বোনের সাথে অভিমান করে সাত বছরের শিশু সোমা আক্তারের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পৌরসভার ৬ নং ওয়ার্ডের হরিপুর চাতলপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোমা সৌদি আরব প্রবাসী মোহাম্মদ খান এর ৩য় মেয়ে।
নিহত সোমা আক্তারের মা খালেদা বেগম জানান, সোমা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলো।বেশকিছুদিন আগে উপজেলার শ্রীনগর ইউনিয়ন ছেড়ে এসে রায়পুরা পৌর এলাকার ৬ নং ওয়ার্ডে জায়গা কিনে বাড়ি তৈরি করে। আজ সেই বাড়ির মঙ্গল কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। স্বামী বিদেশে থাকায় এবং বাসায় কোন পুরুষ না থাকায় তিনি নিজেই বাজারে যায়। বাজার শেষে এসে দেখে ঘরের সকল দরজা জানালা বন্ধ। পরে অনেকক্ষণ ডাকাডাকির পর দরজা না খোলায় ওনার সন্দেহ হয়। পরে প্রতিবেশীর সহযোগিতায় দর্জা ভেঙ্গে মেয়ের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। এর আগে সকালে তারই ছোট বোন মোফাশিরা আক্তার (৪) এর সাথে ঝগড়া হয় সোমার। সেজন্যই তার সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে রায়পুরা থানার এসআই জহিরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।