রায়পুরায় ৫’শত পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি
বাণী রিপোর্ট : নরসিংদী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৫শত পিস ইয়াবাসহ ৩ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) গোয়েন্দা পুলিশ (ডিবি) রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৩মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-মোঃ সাদ্দাম হোসেন (২২), পিতা মৃত:- আলমাছ ভূইয়া, সাং- হাসনাবাদ পশ্চিমপাড়া, মোস্তাফিজুর রহমান নাদিম (২০), পিতা- মেজবাহ উদ্দিন ভূইয়া,সাং-আমিরগঞ্জ, মোঃ উমর ফারুক (৩২), পিতা মৃত: আব্দুল মন্নাফ, সাং- রহিমাবাদ, সর্বথানা- রায়পুরা, জেলা- নরসিংদী।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তাপস কান্তি রায়, এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ রাত সাড়ে দশটায় রায়পুরা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রহিমাবাদ সাকিনস্থ মিজানুল এর অটো গ্যারেজের সামনে পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ীদেরকে ৫শত পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১ লক্ষ,৫০হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা আছে। এ সংক্রান্তে রায়পুরা থানায় এজাহার দায়ের করা হয়েছে।