ডিবি পুলিশের অভিযানে ১হাজার পিস ইয়াবাসহ চিহ্নিত ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বাণী রিপোর্ট : নরসিংদী জেলা ডিবি (গোয়েন্দা) পুলিশের বিশেষ অভিযানে ১,০০০ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত ৩মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর ) দুপুর সাড়ে বারটায় শিবপুর উপজেলা চৈতন্য এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ ফারুক ওরুফে শিব ফারুক (৪২), পিতামৃত-হাবি মিয়া, সাং- উত্তর মির্জানগর, মোঃ মেহেদী হাসান (২৫), পিতা- মোঃ ইদ্রিস আলী, সাং- আদিয়াবাদ পূর্বপাড়া, উভয়থানা- রায়পুরা, (৩) সেলিম গাজী (৩০), পিতা- চাঁন মিয়া গাজী, সাং- আজকিতলা, থানা-শিবপুর, সর্বজেলা-নরসিংদী।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়কারী ও গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর রুপন কুমার সরকার জানান, এসআই তাপস কান্তি রায়, এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ শিবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চৈতন্য বাসস্ট্যান্ড সাকিনস্থ বন্ধু মোটরস এর সামনে হতে ১হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৩,০০,০০০/=(তিন লক্ষ) টাকা।
গ্রেফতারকৃত আসামী ফারুকের বিরুদ্ধে ইতোপূর্বে ৬ টা মাদক মামলা, আসামী সেলিমের বিরুদ্ধে ইতোপূর্বে ৫ টা মাদক মামলা আছে। এ ব্যপারে শিবপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।