রাশিদিয়া সোপ ফ্যাক্টরী(হাতী মার্কা সাবান) এর পক্ষ থেকে নরসিংদী শহরে মাস্ক বিতরণ
বাণী রিপোর্ট : রাশিদিয়া সোপ ফ্যাক্টরী(হাতী মার্কা সাবান) এর পক্ষ থেকে নরসিংদী শহরে মাস্কবিহীন লোকদের মাঝে ৫ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে ।আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খাঁন নরসিংদী রেলওয়ে স্টেশন চত্বরে মাস্ক বিতরণ উদ্বোধন করেন।এসময় রাশিদিয়া সোপ ফ্যাক্টরীর ম্যানেজিং ডাইরেক্টর আলহাজ্ব মোঃ মাহমুদুল হক ভূঞা, পরিচালক মোঃজহিরুল হক ভূঞা উপস্থিত ছিলেন।এ সময় নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খাঁন বলেন, মাননীয় জেলা প্রশাসক নরসিংদী মহোদয়ের কঠোর নির্দেশনা রাস্তা ঘাটে চলাচল করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ও জন সচেতনতা বাড়াতে আমরা মোবাইল কোর্ট করে থাকি। এ সময় যাদের মাস্ক কেনার টাকা নেই তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।সমাজের ধনাঢ্য ব্যক্তিগণ এসব কাজে এগিয়ে আসলে জেলা প্রশাসন এর পক্ষ থেকে তাদের উৎসাহ প্রদান এর মাধ্যমে সমন্বয় করা হয়। এসময় নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খাঁন রাশিদিয়া সোপ ফ্যাক্টরী কর্তৃপক্ষের প্রশংসা করেন।