বিনোদন
সামাজিক দূরত্ব বজায় রেখে সুটিং এ অংশ নিয়েছি-মেহেদী হাসান
কোভিড-১৯ দেশের পরিস্থিতি এখন ও অনুকূলে আসেনি। দীর্ঘ ছয় মাস কাজের বাহিরে ছিলেন মডেল মেহেদী হাসান।সম্প্রতি সামাজিক দূরত্ব ও সচেতনতা বজায় রেখেই সুটিং এ অংশ নিয়েছেন তরুন মডেল ও অভিনেতা মেহেদী হাসান।
যদিও ২০০৬ সালে প্রথম মিডিয়াতে কাজ করেছেন।তারপরে দীর্ঘ বিরতির পর দৈনিক ইওেফাকের ম্যাগাজিন কড়চা- তে মডেলিং করে প্রসংশিত হয়েছেন।এর পরে নাটক,মডেলিং,বিলবোর্ডে ধারাবাহিক ভাবে কাজ করে ও প্রসংশা কুড়িয়েছেন।
পড়াশোনা ও শিক্ষকতার পাশাপাশি শখের বসে মিডিয়াতে কাজ করেন।সকলের সার্পোট ও ভালোবাসা পেলে তিনি সামনে আরো ভালো কাজ উপহার দিবেন বলে এই আশা ব্যক্ত করেন।