নরসিংদীর খবররায়পুরা
রায়পুরায় ছেলেধরা সন্দেহে একজনকে গণপিটুনি, তিন শিশু উদ্ধার
বাণী রিপোর্টঃ নরসিংদীর রায়পুরায় ছেলে ধরা সন্দেহে একজনকে গণপিটুনি নিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এসময় তার কাছ তিন শিশু কন্যাকে উদ্ধার করা হয়। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১টায় রায়পুরা পৌর এলাকার হরিপুরে এ ঘটনা ঘটে। আটককৃত ওই ব্যক্তি জানান, নাম সোহেল মিয়া (২৫)। তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচরের কামালপুর এলাকার আল আমিন মিয়ার ছেলে।
আটককৃত সোহেল জানান, তিনি ছেলেধরা নন। করোনায় কাজ হারিয়ে অভাবের তাড়নায় চুরি পেশায় নেমেছেন। মূলত শিশুদের কানের রিং চুরি করতে তাদেরকে গাড়িতে তোলে নিয়ে যাচ্ছিলেন তিনি। এর আগেও রায়পুরা পৌর এলাকা থেকে একবার স্বর্ণের গহনা চুরির কথা স্বীকার করেন তিনি।
রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল জানান, বর্তমানে তিনি থানার হেফাজতে আছেন। এ ঘটনায় রায়পুরা থানায় অপহরণ মামলা দায়ের করা হয়েছে।