প্রতিপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরন করেছেন এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া
মিজানুর রহমানঃ ফরিদপুরের নগরকান্দায় প্রতিপক্ষের হামলায় বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর হওয়া দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন বিতরন করেছেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।
শনিবার বিকালে উপজেলার তালমা ইউনিয়নের মানিকদি পিপরুল গ্রামে আলী মাতুব্বরের বাড়ীতে আনুষ্ঠানিক ভাবে এই টিন বিতরন করা হয়। এই সময় জামাল হোসেন মিয়ার ব্যক্তিগত তহবিল থেকে ৪০টি পরিবারের মাঝে এ টিন বিতরন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া, তার ছোট ভাই ফরিদপুর জেলা পরিষদ সদস্য কামাল হোসেন মিয়া, নগরকান্দা পৌর কাউন্সিল ইউনুচ শেখ, তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়াবুর রহমান, তালমা ইউপি সদস্য আঃ কুদ্দুস মোল্যা প্রমূখ।
উল্লেখ্য যে,গত ৮ আগষ্ট এ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার মা তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ারা বেগমের সমর্থক ও সাবেক চেয়ারম্যান ফিরোজ খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।