রায়পুরায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ইমামসহ আহত-২
বাণী রিপোর্টঃনরসিংদীর রায়পুরায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এক ইমামসহ দুজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। সোমবার রাত সোয়া নয়টার দিকে রায়পুরা পৌর এলাকার তাত্তাকান্দা পাগলার মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, তাত্তাকান্দা এলাকার আব্দুল হাসিমের ছেলে হাফেজ মাওলানা আনোয়ার হোসেন (২৮) ও জাকির হোসেনের ছেলে শফিকুল ইসলাম (১৯)। এর মধ্যে আনোয়ার পৌর এলাকার থানাহাটি জামে মসজিদের ইমাম ও শফিকুল ঢাকায় একটি ট্রাভেলসে চাকরি করেন।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘ দিন ধরেই পৌর এলাকার তাত্তাকান্দা গ্রামের দুই প্রতিবেশী রতন মোল্লা ও আব্দুস সাত্তারের মধ্যে জমি ও একটি রাস্তাকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর আগে এ নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও বাড়িঘরে ভাঙচুরে ঘটনাও ঘটে। এ নিয়ে উভয় পক্ষ থানায় মামলাও করেন। এরই জের ধরে সোমবার রাতে রায়পুরা বাজার থেকে বাড়ি ফেরার পথে তাত্তাকান্দা পাগলার মোড়ে রতন মোল্লাকে হত্যার উদ্দেশে ধাওয়া করেন প্রতিপক্ষের ৮/১০ জন লোক। এদিকে একই সময় ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন আনোয়ার ও শফিকুল। তখন রতনের চিৎকার শুনে তাকে বাঁচাতে এগিয়ে আসেন তারা। ওই সময় প্রতিপক্ষের দায়ের কোপ ও রডের আঘাতে রক্তাক্ত জখম হন আনোয়ার ও শফিকুল। পরে দুজনকে আহত অবস্থায় রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
রতন মোল্লা বলেন, আমাকে হত্যার উদ্দেশে প্রতিপক্ষের লোকজন ধাওয়া করে। সময় মতো ফুফাতো ভাই ও ভাতিজা এগিয়ে আসায় প্রাণে বেঁচে যাই। প্রতিপক্ষের দায়ের কোপে ও রডের আঘাতে আহত অবস্থায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আনোয়ার ও শফিকুল।
আব্দুস সাত্তার বলেন, মঙ্গলবার তাদের সাথে আমাদের বাড়ির সীমানা নির্ধারণের জন্য সালিশ ডাকা হয়েছিল। সালিশে না বসার জন্যই তারা রাতে নিজেদের মধ্যে গন্ডগোল করে দুজন আহত হয়েছে বলে শুনেছি।
রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ মামলা করতে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।