নগরকান্দায় প্রকাশ্যে দিবালোকে একজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা
মিজানুর রহমানঃ ফরিদপুরের নগরকান্দা সদর বাজারে গত ১৫ আগস্ট আমির মোল্যা (৩৫) কে জনতার সামনে দিবালোকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
নগরকান্দা থানায় মামলা নং-১৩। ধারা ৩২৩,৩২৪,৩২৬,৩০৭,৫০১, ৫০৬,১১৪,৩৪ পেনালকোড। এ ঘটনায় আমিরের ভাই জাকির হোসেন বাদী হয়ে নগরকান্দা থানায় চর ছাগলদি গ্রামের জিলু মোল্যার ছেলে বাবু মোল্লা (৩৫) ও ফিরোজ মোল্লা (৪০) বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার আসামী বাবু মোল্লা ঘটনা ঘটিয়ে এলাকা থেকে পালিয়ে আছে।
মামলার বিবরণে জানা যায়, গত ১৫ আগষ্ট সকালে পূর্ব শত্রুতার জের ধরে নগরকান্দা বাজারের (তরকারি বাজারে) প্রকাশ্যে দিবালোকে আমির হোসেন কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর কাটা জখম করে বাবু মোল্লা।
প্রতাক্ষদর্শী ও স্থানীয় দোকানদাররা বলেন, বাবু মোল্লা একাই আমির হোসেন কে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
মামলায় বাদী আমির হোসেন এর ভাই জাকির মোল্লা বলেন, বাবু মোল্লা আমার ভাই আমির হোসেন কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করায় এখন সে হাসপাতালে মৃত্যুর সাথে পান্জা লড়ছে।