গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বাণী রিপোর্ট : নরসিংদী জেলা গোয়ন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে ২শত পিস ইয়াবা।
সোমবার (১৭আগস্ট) বিকাল ৫টার দিকে শিবপুর উপজেলার সৈয়দনগর দড়িপাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী আলামিন কে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর রুপন কুমার সরকার জানান,জেলা গোয়েন্দা শাখা নরসিংদীর এসআই মাহমুদুল হাসান, এসআই মাহমুদুল হাসান মারুফ সঙ্গীয় ফোর্সের সহায়তায় শিবপুর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সৈয়দনগর দড়িপাড়া সাকিনস্থ জনৈক মোঃ আঃ রহমানের মুদি দোকানের সামনে সৈয়দনগর টু গাজীপুর পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী আলামিন (২৫), পিতা- সেলিম মিয়া, সাং-মুন্সেফেরচর, থানা- শিবপুর,জেলা-নরসিংদীকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৬০হাজার টাকা। এ ব্যপারে এজাহার দায়ের প্রক্রিয়াধীন আছে।