বাণী রিপোর্ট : গ্যাস সিলিন্ডারের ভিতরে অভিনব কৌশলে ১৮,৪০০ পিস ইয়াবা রেখে পাচারের সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব -১১।
শুক্রবার (১৪ আগষ্ট) সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং ষ্টেশনের সামনে চেকপোস্ট স্থাপন করে নগদ অর্থ, ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ মো. ফিরোজ আলম (৪০) এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
আটককৃত মো. ফিরোজ আলম (৩৪), লক্ষিপুর জেলার সদর থানার খন্দকারপুর এলাকার বাসিন্দা। সে পরিবার নিয়ে সাভার এলাকায় বসবাস করে এবং উক্ত প্রাইভেটকার চালিয়ে কক্সবাজার থেকে আসছিল।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরোজ আলম স্বীকার করে যে, সে প্রাইভেটকারের যাত্রী পরিবহনের আড়ালে গাড়িতে ব্যাবহৃত গ্যাস সিলিন্ডারের ভিতরে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশল অবলম্বন করে ইয়াবা পাচার করে আসছে।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন জানান, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে কক্সবাজার থেকে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা ও পাশাপাশি অন্য জেলাগুলোতে ফিরোজ আলম পাইকারী ইয়াবা সরবরাহ করে থাকতেন।
উল্লেখ্য, ফিরোজ আলম ২০১৮ সালে বিপুল পরিমাণ ইয়াবাসহ যাত্রাবাড়ী এলাকায় র্যাব -১০ এর অভিযানে গ্রেফতার হয়েছিল।