রায়পুরায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
বাণী রিপোর্ট : নরসিংদীর রায়পুরায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী শিপন মিয়া (৩৭) কে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার দখল হতে একটি বিদেশী রিভলবার ও ৮রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শিপন নরসিংদী জেলার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী।
মঙ্গলবার (১১ আগষ্ট) বিকেলে রায়পুরা উপজেলার বড়চর বিবিএল উচ্চ বিদ্যালয় হতে তাকে গ্রেফতার করা হয়।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টকর রুপণ কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী গোয়েন্দা পুলিশের এসআই তাপস কান্তি রায়, এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিকেল সাড়ে তিনটায় রায়পুরা থানার বড়চর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বিবিএল উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বের বারান্দা হতে নরসিংদী জেলার তালিকাভূক্ত সন্ত্রাসী শিপন মিয়াকে একটি বিদেশী রিভলবার ০৮ (আট) রাউন্ড গুলি লোডকৃত অবস্থায় গ্রেফতার করা হয়।
শিপন মিয়া (৩৭) রায়পুরা, লোচনপুর গ্রামের মৃত ফজলুল হক এর ছেলে। সে দীর্ঘদিন যাবত নরসিংদীসহ আশপাশ জেলায় সন্ত্রাসীমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃত আসামী শিপন মিয়ার বিরুদ্ধে ইতোপূর্বে ১ টি খুনের মামলা, ৪টি মাদক মামলা, ১টি আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা মামলা সহ মোট ৬ টি মামলা রয়েছে। এ ঘটনায় রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।