এসিল্যান্ড শাহ আলম মিয়া’র নেতৃত্বে অবৈধ দখলমুক্ত হলো সোয়া ৪ একর সরকারী সম্পত্তি
বাণী রিপোর্ট : ইজারা নবায়ন ও কোন প্রকার খাজনা পরিশোধ না করে ভোগদখল করতে থাকা সোয়া ৪ একর সরকারী জমি উদ্ধার করা হয়েছে। উচ্ছেদ করা হয়েছে অবৈধ দখলকারীদের। উচ্ছেদের মাধ্যমে দীর্ঘ ২৫বছরের অবৈধ দখল মুক্ত হলো সরকারী জমিটি।
রবিবার (২৬জুলাই) বিকেলে নরসিংদী সদর উপজেলা এসিল্যান্ড মোঃ শাহ আলম মিয়ার নেতৃত্বে আমদিয়া ইউনিয়নের পাকুরিয়া বাজার সংলগ্ন নেওয়াজ ফার্মিং এর কবল থেকে সরকারী মালিকানাধীন ৪.১৫ একর জমি দখলমুক্ত করা হয়।
জমি উদ্ধার অভিযানে সহযোগিতা করেন আমদিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, নরসিংদী সদর আনসার ও ভিডিপি দলনেতা ইয়াসিন ভূইয়া, কাজী মাঈনউদ্দিন, আরিফুল ইসলাম প্রমুখ।
ভূমি অফিসের তথ্য মতে ১৯৮৪ সালে জমিটি লিজ নেওয়ার পর থেকে কোন প্রকার খাজনা পরিশোধ না করে অবৈধ ভাবে জমিটি ভোগ দখল করে আসছিল। তাই জমিটি সরকার নিজের দখলে নিয়ে নেয়। বর্তমানে জমিটিতে নেওয়াজ ফার্মিংয়ের মাছের খামার ও পরিত্যাক্ত মুরগির ফার্মের ঘর রয়েছে। ওই সময় জমিটি লিজ নেয়া হয় শরিফ মিয়া গং, আলফাজ উদ্দিন গং, পরান মিয়া, তাইজ উদ্দিন ইন্দ্র রানী সূত্রধর নামে।
এসিল্যান্ড শাহ আলম মিয়া উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আজ থেকে এ সম্পত্তির মালিক সরকার। এখানে কেউ কোন প্রকার স্থাপনা নির্মান ও কাজ করবেন না। যদি কেউ সঠিক নিয়মে সরকারের কাছে আবেদন করে তাহলে সরকার বিবেচনা করে নতুন করে লিজ প্রদান করবে।