মুজিব শতবর্ষ উপলক্ষে একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের মাসব্যাপি বৃক্ষরোপণ
হারুন-অর-রশিদ : নরসিংদীর মনোহরদীতে মজিব শতবর্ষ উপলক্ষে মাসব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি পালন অব্যাহত রয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে প্রশাসন ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন ফলজ, ঔষুধি ও বনাজি গাছের চারা রোপন কার্যক্রম চলছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলার একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের মাসব্যাপি বৃক্ষরোপণ এ কর্মসৃচিতে অংশগ্রহন করেন শিল্পমন্ত্রী এড.নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এম.পি। তিনি বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো.মনিরুজামান, চট্রগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারি পরিদর্শক শাহিন মৃধা, বাংলাদেশ পল্লী বিদ্যুতায় বোর্ডের নিরীক্ষা কর্মকর্তা মো.নূর এ আলমসহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। এর আগে জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র বিদ্যালয়ে উপস্থিত হয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
১১ জুলাই বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়। একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.কাদির মৃধার তত্ত্বাবধানে বিদ্যালয়টিতে মাসব্যাপি ৫শত বৃক্ষরোপণ করা হবে।