নরসিংদীর খবররায়পুরা
রায়পুরায় দীর্ঘ দিনের চলাচলের পথ বন্ধ! ভূমি মন্ত্রানালয়ে অভিযোগ, রাস্তাটি উন্মোক্ত করার দাবী
মাহবুবুল আলম লিটন,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরা পৌরসভার অর্ন্তভুক্ত তাত্তাকান্দা-দলিনগর জান্নাতুল ফিরদাউস জামে মসজিদ সংলগ্ন বৃটিশ আমল হইতে স্টীমার ঘাট হিসেবে পরিচিত দীর্ঘ দিনের চলাচলের পথটি বন্ধ করায় ভূমি মন্ত্রানালয়ে অভিযোগ করেছেন রতন মোল্লা সহ ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা যায়,তাত্তাকান্দা-দলিনগর জান্নাতুল ফিরদাউস জামে মসজিদ সংলগ্ন বৃটিশ আমল হইতে স্টীমার ঘাট হিসেবে ব্যবহৃত এস.এ ৫৬০ ও ৫৬৩ এবং আর.এস ২০০১,২০০৭,২০০৮ ও ২০১০ দাগে স্থীত সরকারি হালটের উপর জনৈক ওমর আলী গং কর্তৃক জোরপূর্বক নির্মিত গোয়ালঘর অপসারন করে বগাটিলা হইতে গাংপার হয়ে পাগল নাথ ঘাট পর্যন্ত জনসাধারনের দীর্ঘ দিনের চলাচলের রাস্তাটি উন্মোক্ত করার জন্য ভূমি মন্ত্রানালয়, জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে।