রায়পুরায় ৩টি গরুসহ তিন আন্ত:জেলা গরুচোর গ্রেফতার, কাভার্ডভ্যান উদ্ধার
বাণী রিপোর্ট : তিনটি গরু ও গরু বহনকারী কাভার্ডভ্যানসহ আন্ত:জেলা ৩ গরুচোরকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ। রায়পুরা থানার ওসি মহসিনুল কাদির এর নির্দেশনায় গরু বিক্রির সময় হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (২০জুলাই) সকাল ৬টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার হাটুভাঙ্গা এলাকা থেকে তিন গরুচোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো-মো আবু তাহের (৫৫), শামিম (৩৫) ও শামিম মিয়া (৩৬)।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়কারী ও জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানার এসআই মোঃ রিয়াজ উদ্দিন, এএসআই মোকাদ্দম হোসেন সঙ্গীয় ফোর্সসহ ভোর ০৫:৪৫ ঘটিকায় রায়পুরা থানাধীন হাঁটুভাঙা এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের গেইটে থেকে গরুসহ আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য (১) মোঃ আবু তাহের (৫৫),পিতামৃত-মুনসুর আলী,সাং-বংশিরদিয়া,থানা-শিবপুর, (২) শামীম (৩৫), পিতামৃত-রফিক মিয়া, সাং-দিঘীরপাড়, থানা-মাধবদী, উভয়জেলা-নরসিংদী, (৩) শামীম মিয়া (৩৬), পিতা-মোঃ ছোবহান, সাং- গোলাকান্দাইল, থানা-রুপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ দের গ্রেফতার করা হয়।
এ সময় আসামীদের দখল হতে ০৩(তিন) টা চোরাই গরু,মূল্য ১,৩৫,০০০/= টাকা ও চুরাইকাজে ব্যবহৃত একটা কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত চোর চক্র অজ্ঞাত স্থান হতে গরুগুলো চুরি করে নিয়ে এসে ঘটনাস্থলে বিক্রয় করা অবস্থায় গ্রেফতার করা হয়। এ ব্যপারে রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
কোরবাণীর ঈদকে সামনে রেখে প্রতিবছরই জেলাব্যাপী গরুচোর চক্রের উপদ্রপ বেড়ে যায়। এ বছর ২/৩মাস পূর্ব থেকে জেলা পুলিশ তৎপর থাকায় এবং কয়েকজন গরুচোরকে গরুসহ গ্রেফতার করায় চোরদের উপদ্রপ কিছুটা কমেছে।