৪কেজি গাজাসহ রায়পুরায় মাদক ব্যবসায়ী গ্রেফতার
বাণী রিপোর্ট : ৪ কেজি গাজাসহ চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (১০জুলাই) নরসিংদী রায়পুরা উপজেলার হাইরমারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো সাইফুল ইসলাম(৩৫)।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টায় জেলা গোয়েন্দা শাখার এসআই তাপস কান্তি রায়, এসআই মাহমুদুল হাসান, এএসআই আনোয়ার হোসেন রায়পুরা থানাধীন হাইরমারা এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে হাইরমারা মোড় আমার সুপার শপ মার্কেটের সামনে হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) সাইফুল ইসলাম(৩৫), পিতা-নাজিম উদ্দিন, সাং-আমিরাবাদ (নীলক্ষা ইউপি),থানা-রায়পুরা,জেলা- নরসিংদীকে গ্রেফতার করে।
তার দখল হতে ০৪ (কেজি) গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২০,০০০/= টাকা। এ সংক্রান্তে রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।