সরকারের সবুজ সংকেত পেলেই শুরু হবে খেলাধূলা-নরসিংদী জেলা প্রশাসক
বাণী রিপোর্ট : নরসিংদীর জনবান্ধব, খেলাবান্ধব জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন বলেছেন, সরকারের সবুজ সংকেত পেলেই ব্যাপক ভাবে নরসিংদী মোসলেহউদ্দিন ভূইয়া ষ্টেডিয়ামে শুরু হবে সব ধরনের খেলাধূলা। তিনি আজ (২ জুলাই) অসচ্ছল ভলিবল খেলোয়ার লিটন মিয়ার হাতে ভলিবল ফেডারেশন এর ৫হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলে দিয়ে, নরসিংদী ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, করোনার উত্তাপ কিছুটা স্বাভাবিক হলেই মাঠে গড়াবে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা । তারপর একে একে মাঠে গড়াবে জেলা ফুটবল লীগ, প্রিমিয়ার ডিভিশন, ফাষ্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন ক্রিকেট লীগ । টি-টুয়ানটি মহিলা ক্রিকেট টূর্নামেন্ট। সাথে চলবে জেলা অ্যাথলিট প্রতিযোগিতা , ব্যাডমিন্টন টূর্নামেন্ট, কারাতে ও তাইকোয়ান্ডা প্রতিযোগিতা, জেলা দাবা প্রতিযোগীতা, গ্রামীন খেলাধূলা, নৌকা বাইচ সহ অন্যান্য প্রতিযোগিতা।
নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বলেন, সৌজন্য সাক্ষাতকালে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক ষ্টেডিয়ামের সংস্কার সহ খেলার জন্য মাঠ প্রস্তুত করার নির্দেশনা প্রদান করেন। করোনা মহামারীর এই সময়ে শত ব্যস্ততার মাঝে ও মান্যবর জেলা প্রশাসক মহোদয় আন্তরিকতার সাথে খেলাধূলার উন্নয়নে কি কি করনীয় তা আমাকে বুঝিয়ে বলে খেলাধূলা আরম্ভ করার সকল প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশনা প্রদান করেন।
সাধারণ সম্পাদক আরো বলেন, কিছুটা অবাক হয়ে ভাবি বাংলাদেশের প্রতিটি জেলায় যদি সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয় এর মতো খেলা পাগল জেলা প্রশাসক থাকতো তবে বাংলাদেশ আজ খেলাধূলায় এশিয়ার প্রথম কাতারে থাকতো। সত্যিই আমরা ভাগ্যবান এমন খেলা পাগল জেলা প্রশাসককে আমাদের মাঝে পেয়ে। ধন্যবাদ মান্যবর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয়।