তুরস্কের রাজনৈতিক কোন্দল অস্ট্রিয়ায় সহ্য করবো না -সেবাস্তিয়ান কুর্জ
ভিয়েনা থেকে,কবির আহমেদঃ অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ গত কয়েকদিন যাবৎ রাজধানী ভিয়েনায় তুর্কী ও কুর্দিদের মধ্যে সংঘর্ষ, দাঙ্গা-হাঙ্গামা ও ভাংচুরের ঘটনায় ক্ষুব্ধ ও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
তিনি তার বিবৃতিতে বলেন, ভিয়েনার রাস্তায় আর সহিংসতার চিত্র দেখতে চাই না এবং আমরা তুরস্কের রাজনৈতিক কোন্দল অস্ট্রিয়ায় সহ্য করবো না।
তিনি আরো বলেন, রাস্তায় সহিংসতায় শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে। দেশের গণতন্ত্র এবং আইনের শাসন রক্ষা করতে আরও কঠোর হতে বাধ্য না করতে সকলকে সাবধান করে দেন।
এখানে উল্লেখ্য যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বসবাসকারী তুরস্কের সংখ্যালঘু কুর্দি সম্প্রদায় ও তুর্কীদের মধ্যে গত চারদিন যাবত ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের রাস্তায় দাঙ্গা-হাঙ্গামা চলছে।
কয়েকজন পুলিশ সহ ডজন খানেক তুর্কী ও কুর্দিও আহত হয়েছেন। পুলিশ এই পর্যন্ত কয়েকজনকে গ্রেফতার করেছেন।