নরসিংদী মডেল থানার ৫নং বিট পুলিশের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
বাণী রিপোর্ট : নরসিংদী মডেল থানা বিট পুলিশিং এর আয়োজনে মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে উঠান বৈঠক, বিট পুলিশিং পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুন) নরসিংদী মডেল থানার ৫নং বিট পুলিশিং এর আয়োজনে নরসিংদী পৌরসভাস্থ নাগরিয়াকান্দি এলাকায় মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত এলাকার সাধারণ মানুষকে বিট পুলিশিং বিষয়ে সকলকে অবহিত করা হয়।
উঠান বৈঠকে সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য উপস্থিত সকলকে আহবান জানানো হয়। পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে; সামাজিক দুরত্ব বজায় রেখে চলার জন্য পরামর্শ প্রদান করা হয়।
উক্ত উঠান বৈঠকে সদর সার্কেল, নরসিংদী শাহেদ আহমেদ, নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আতাউর রহমান, পুলিশ পরিদর্শক (অপারেশন্স এন্ড কমিউনিটি পুলিশিং) মোঃ তোফাজ্জল হোসেন, নরসিংদী শহর পুলিশ ফাঁড়ি’র ইনর্চাজ মোঃ ইউসুফ, ৫নং বিট পুলিশিং এর ইনচার্জ এসআই/ মিজান, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্যব্যক্তিবর্গসহ নাগরিয়াকান্দি এলাকার স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।