নরসিংদীতে পিসিআর ল্যাব স্থাপন: ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে শিল্পমন্ত্রীর নির্দেশ
বাণী রিপোর্ট : নরসিংদী জেলায় করোনার নমুনা পরীক্ষা ও দ্রুততম সময়ে ফলাফল পাওয়ার লক্ষ্যে পিসিআর ল্যাব স্থাপন এখন সময়ের ব্যাপার মাত্র।
দ্রুততম সময়ের মধ্যে ল্যাব স্থাপনের জন্য টেকনিক্যাল কমিটিকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি ।
নরসিংদী জেলার ১০০ শয্যা বিশিষ্ট কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ব্যক্তিগত প্রচেষ্টায় পিসিআর (PCR) ল্যাব স্হাপনের উদ্যোগ নিয়েছেন মাননীয় শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।
গত (২৩ জুন) মঙ্গলবার সন্ধ্যায় পিসিআর ল্যাব স্থাপনের বিষয়ে দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির নরসিংদী জেলা সভাপতি ও জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে জুম অ্যাপের মাধ্যমে সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাননীয় শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এমপি।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রীর ছেলে জেলা যুবলীগের কার্যকরী সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন, নরসিংদী কোভিট হাসপাতালের ফোকাল পার্সন ডা. মিজানুর রহমান ও দেশ রুপান্তরের নরসিংদী প্রতিনিধি সুমন বর্মণ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে পিসিআর(PCR) ল্যাব স্হাপনের জন্য সিভিল সার্জন, নরসিংদীকে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। এ কমিটিকে আগামী ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে একটি কর্মপরিকল্পনা ও কর্মপদ্ধতি বিষয়ক প্রতিবেদন দাখিলের জন্য শিল্পমন্ত্রী নির্দেশ প্রদান করেন।