পলাশে বাবার বিরুদ্ধে শিশুকন্যা ধর্ষণের অভিযোগ
বাণী রিপোর্ট : নরসিংদীর পলাশে সৎ বাবার বিরুদ্ধে ১২ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (২৪জুন) শিশু কন্যার মা বাদি হয়ে পলাশ থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন।
শিশু কন্যার মা জানান, স্বামীর মৃত্যুর পর গত ৮ বছর আগে শিশু কন্যাটিকে নিয়ে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকন্দা গ্রামের হোসেন কাজীর ছেলে সাদ্দাম কাজীর (৩০) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । এর মধ্যে তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। অভাব অনটনের সংসার হওয়ায় স্বামী-স্ত্রী নরসিংদীতে একটি গার্মেন্টসে চাকুরি নেয়।
গত কয়েক মাস ধরে তার স্বামী চাকুরি ছেড়ে বাড়িতে অবস্থান বাড়ীতে অবস্থান করছে। সংসারের ব্যয় নির্বাহ করতে চাকুরী করে যাচ্ছে গৃহবধু। মেয়েকে রেখে মা কাজে চলে গেলে ওই শিশু কন্যার সৎ বাবা সাদ্দাম কাজী প্রায় সময় মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা করতো। বিষয়টি গৃহবধু তার শ্বশুর-শাশুরিকে অবগত করেও কোন ফল পায়নি।
সর্বশেষ মঙ্গলবার রাতে শিশু কন্যার মা গার্মেন্টসে কাজে চলে গেলে একা ঘরে নিজের মেয়েকে ধর্ষণ করে সৎ বাবা সাদ্দাম কাজী। পরে বিষয়টি জানা জানি হয়ে গেলে পালিয়ে যায় সাদ্দাম কাজী।
এ ব্যাপারে পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন জানান, এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সাদ্দাম কাজীকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।