নরসিংদীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ তালিকাভুক্ত ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বাণী রিপোর্ট : নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ তালিকাভুক্ত ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে ।
বুধবার (২৪ জুন ) জেলা গোয়েন্দা শাখার এসআই তাপস কান্তি রায় ও এসআই নূরে আলম হোসাইন ও সঙ্গীয় ফোর্স পৃথক পৃথক অভিযানে শিবপুর মডেল থানা ও মাধবদী থানা এলাকা হতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেন।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়কারী ও গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর রুপন কুমার সরকার জানান, রাত সোয়া এগারটায় এসআই তাপস কান্তি রায় শিবপুর মডেল থানাধীন জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী (১) মোহসীন (২৭), পিতামৃত-বিল্লাল হোসেন , (২) রুবেল মিয়া (২৮), পিতা-কাশেম মিয়া,উভয় সাং-বংশিরদিয়া, (৩) শামীম মিয়া (২৬), পিতা-আঃ হাই সাং-কাশিমনগর,সর্বথানা-শিবপুর, নরসিংদী, তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের দখল হতে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে এসআই নূরে আলম হোসাইন রাত সাড়ে আটটায় মাধবদী থানাধীন খালপাড় এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ আওলাদ হোসেন (৩৫), পিতামৃত-আঃ মজিদ,সাং-কুড়েরপাড়কে গ্রেফতার করে। তার দখল হতে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৪২,০০০ টাকা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মহসিনের বিরুদ্ধে ইতোপূর্বে ৫ টা মাদক মামলা, আওলাদের বিরুদ্ধে ইতোপূর্বে ১ টা মাদক মামলা আছে। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক এজাহার দায়ের করা হয়েছে।