ফ্রান্সে অনিয়মিতদের নিয়মিতকরনের দাবিতে দ্বিতীয়বারের সমাবেশ সফল করতে প্যারিসে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
বাণী ডেস্ক : ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের নিয়মিত করার দাবিতে আগামী ২০ জুন অনুষ্ঠিতব্য সমাবেশ কে সফল করার লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬ টায় প্যারিস ১০ এর একটি কনফারেন্স হলে সমাবেশের আয়োজকদের পক্ষ থেকে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংকালে আয়োজকরা সমাবেশ আয়োজনজনের যৌক্তিকতা এবং সার্বিক প্রস্তূতি সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন। তারা জানান, ইতিমধ্যে প্রিফেকচুর থেকে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। প্যারিস ছাড়াও বাহিরের শহর গুলিতে একই দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে । সমাবেশ সফল করতে দলমত নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়।
প্রেস ব্রিফিং এ অন্যান্য দেশের সাংবাদিকদের পাশাপাশি ফ্রান্স প্রবাসী বাংলাদেশী সাংবাদিক ডি বি সি টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি রেজাউল করিম, ওয়ার্ল্ড ইউরো বিডি টেলিভিশনের বদরুল বিন আফরোজ উপস্থিত ছিলেন।
বি সি এফ এর ভাইস প্রেসিডেন্ট নয়ন এনকে এর নেতৃত্বে বি সি এফ এর একটা ডেলিগেশন টিম ব্রিফিংয়ে অংশ নেন। সদস্যরা হলেন এম ডি নূর, আকাশ হেলাল , তুহিনা আক্তার রিমা , নাজমুল কবির ও ওহিদুজ্জামান সালমান।
উক্ত ব্রিফিং এ শ্রমিক গ্রুপের প্রতিনিধি হিসাবে উবায়েদ উল্লাহ কয়েস উপস্থিত ছিলেন। বি সি এফ নেতৃবৃন্দ বলেন, আগামী ২০ জুন , রোজ শনিবার দল মত নির্বিশেষ সবাই সমাবেশে চলে আসুন। আমাদের অনেক ভাই -বোন কাগজ ছাড়া আছেন তাদের পাশে দাঁড়ান।
তথ্য সূত্র : বি সি এফ