২০টি আইসিইউ বেড ও সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম স্থাপনের ঘোষণা দিয়েছেন আব্দুল কাদির মোল্লা
কর্ম পরিকল্পনা গ্রহণ ও দ্রুত বাস্তবায়নে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর জুম কনফারেন্স
বাণী রিপোর্ট : জেলার শিক্ষা, শিল্প ও ধর্মীয় ক্ষেত্রে অবদান রাখার পাশাপাশি করোনা পরিস্থিতিতে জেলাবাসীর চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখতে এগিয়ে এসেছেন শিক্ষানুরাগি, দেশের বিশিষ্ট শিল্পপতি, থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা।
আব্দুল কাদির মোল্লা মুমুর্ষূ রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নরসিংদী জেলা হাসপাতালের খোঁজখবর নিয়ে সেখানে ২০টি আইসিইউ বেড ও সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম স্থাপনের ঘোষণা দেন। এই ব্যাপারে তিনি নরসিংদী জেলা প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
বুধবার (১৭জুন) শিল্পপতির ঘোষণা ও আহবানে সাড়া দিয়ে নরসিংদী জেলা প্রশাসক সংশ্লিষ্টদের সাথে এ বিষয়ে জুম কনফারেন্সে মিলিত হন।
কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষিত নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে মজিদ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ২০ শয্যাবিশিষ্ট আইসিইউ ও কেন্দ্রীয় অক্সিজেন সাপ্লাই সিস্টেম স্থাপনের পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়নের লক্ষ্যে জুম কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটি, নরসিংদী’র সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন।
এসময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দ্রুততম সময়ে আইসিইউ স্থাপনে কর্মপরিকল্পনা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান এবং এ লক্ষ্যে তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন।
জুম কনফারন্সে যুক্ত ছিলেন জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, নরসিংদী জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, স্বাচিপের সভাপতি ও সংবাদকর্মীগণ।
শিল্পপতি আব্দুল কাদির মোল্লার ঘোষণা ও দ্রুত বাস্তবায়নে জেলা প্রশাসকের জুম কনফারেন্সের বিষয়টি জেলার সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।