সামাজিক দূরত্ব বজায় রাখতে মোবাইল কোর্ট ।।৩৪টি মামলা, ১৬,৬০০ টাকা জরিমানা
বাণী রিপোর্ট : নরসিংদীতে সামাজিক দূরত্ব বজায় রাখতে মোবাইল কোর্ট পরিচালা করে ৩৪টি মামলায়, ১৬,৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (২৭ এপ্রিল) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি, নরসিংদী এর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন এর সার্বিক নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব বিজায়, নির্বাহী আদেশ পালন ও বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবা্ইল কোর্ট পরিচালনা করেন নরসিদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহ আলম মিয়া। এসময় তিনি হাট বাজারসহ চলাচলের রাস্তায় সামাজিক দূরত্ব বজায় না রাখায় ৩৪টি মামলায় মোট ১৬,৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত কে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও নরসিংদী জেলা পুলিশ।
সূত্র জানায়,জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত আছে ও থাকবে।