নরসিংদীর খবর
করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে নরসিংদীতে আসা একজনের মৃত্যু
বাণী রিপোর্ট : করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে নরসিংদীর চরাঞ্চল করিমপুরে নিজ বাড়িতে এসে রজব আলী (৫৮) নামে একজনের মৃত্যু হয়েছে । রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যার পর তার মৃত্যু ঘটে।
এলাকার ইউপি সদস্য টুটুল মিয়া জানান, জ্বর-ডায়রিয়ায় আক্রান্ত হলে আশংকাজনক অবস্থায় তার স্ত্রী শনিবার (২৫ এপ্রিল) রজব আলীকে নারায়ণগঞ্জ থেকে বাড়ি নিয়ে আসেন। আজ রবিবার তার মৃত্যু ঘটে। এ বিষয়টি পুলিশ ও করোনা বিষয়ক যথাযথ কর্তৃপক্ষকে জানানো হলে তারা প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এর আগে করোনা উপসর্গ নিয়ে নরসিংদীতে ৪জন মারা যায় । ওদের মধ্যে ২জনের করোনা পজেটিভ ছিল।
এ ব্যাপারে সিভিল সার্জন ,ডা. ইব্রাহীম টিটন সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা রোগীর মৃত্যুর বিষয়টি জেনেছি। আমরা নারায়ণগঞ্জ থেকে রোগীর তথ্য সংগ্রহ করবো। লাশ দাফন করবে আর নিহতের পরিবারের অন্যান্যদের আমরা নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাবো । তারা তাদের নিজ বাড়িতে আলাদাভাবে থাকবে ।অন্যান্যদের সাথে মেলামেশা করবে না এমনটা বলে দিয়েছি। ।