নরসিংদীর খবর
রমজানের শুরুতে ২শত এতিম ও প্রতিবন্ধীদের মাঝে নরসিংদী জেলা পুলিশের ইফতার সামগ্রী বিতরণ
বাণী রিপোর্ট: পবিত্র রমজানের শুরুতে নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে ”এতিম ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) ১ম রমজানে জেলার সকল থানা এলাকায় এতিম ও প্রতিবন্ধীদের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। জেলা পুলিশের এমন মানবিক উদ্যোগে এসব পরিবারের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।
পুলিশ জানায় পবিত্র রমজান উপলক্ষ্যে জেলার সকল থানায় প্রাথমিকভাবে দুই শতাধিক প্রতিবন্ধী শিশু ও এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় করোনাভাইরাস মোকাবেলায় সকলকে সামাজিক দূরত্ব মেনে চলাসহ এবং যথাসম্ভব ঘরে থাকার আহবান জানানো হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে এতিম, গরীব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।