কর্মহীন ২৫ হাজার পরিবারে খাদ্যসামগ্রী দিচ্ছেন পলাশ’র সাবেক এমপি
বায়জিদ আহম্মেদ: করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া নরসিংদীর পলাশ উপজেলার ২৫ হাজার সুবিধা বঞ্চিত পরিবারে খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম শুরু করেছে নরসিংদী-২ (পলাশ) আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন।
শনিবার (২৫ এপ্রিল) উপজেলার চরসিন্দুর ইউনিয়নে সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনের পক্ষ থেকে উপজেলার ২৫ হাজার দরিদ্র পরিবারে খাদ্যসামগ্রী বিতরণের এ কার্যক্রম উদ্বোধন করেন কামরুল আশরাফ খান পোটনের মা ও পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার।
যুবলীগ নেতা আল-মুজাহিদ হোসেন তুষার বলেন, পলাশের সাবেক এমপি’র পক্ষ থেকে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া নরসিংদী-২ আসনের দরিদ্র ২৫ হাজার পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম শুরু করেছি। খাদ্যসামগ্রীর মাঝে রয়েছে চাল, ডাল, তেল, আলু ও সাবানসহ বিভিন্ন সামগ্রী। যতদিন দেশে করোনা সংকট থাকবে, ততদিন দরিদ্র পরিবারে এসব খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।