নরসিংদীতে কৃষকের ধান কেটে বাড়ীতে পৌঁছে দিলো জেলা ছাত্রলীগ
বাণী রিপোর্ট : নরসিংদীতে করোনা পরিস্থিতিতে শ্রমিকের অভাবে ধান কাটতে না পেরে বিপাকে পড়া কৃষকদের পাশে দাড়িয়েছে ছাত্রলীগ। জমির ধান কেটে বুঝা মাথায় নিয়ে কৃষকের বাড়ীতে পৌঁছে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায়, নরসিংদী পৌর মেয়র শহর আওয়ামী লীগ সভাপতি কামরুজ্জামান কামরুল এর অনুপ্রেরণায় নরসিংদী জেলা ছাত্রলীগ, নরসিংদী শহর, সদর, মাধবদী, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে।
আজ বুধবার ( ২২ এপ্রিল) নরসিংদী জেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি হাসিবুল হাসান মিন্টু এর নেতৃত্বে ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
নরসিংদী জেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি হাসিবুল হাসান মিন্টু বলেন,করোনা ভাইরাসের কারনে কৃষকরা মাঠের পাকা ধান নিয়ে বিপাকে পড়েছে। ধান কাটার শ্রমিক পাচ্ছেনা। বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায়,নরসিংদী শহর আওয়ামী লীগ এর সভাপতি ও পৌর মেয়র কামরুজ্জামান কামরুল ভাইয়ের অনুপ্রেরণায় নরসিংদী জেলা ছাত্রলীগ আজ কৃষকের পাশে দাড়িয়েছি। আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে বাড়িতে পৌছে দিয়েছি ৷
এসময় নরসিংদী শহর ছাত্রলীগের সভাপতি রাজিব সরকার,সদর থানা ছাত্রলীগ সভাপতি সারোয়ার হোসেন ফয়সাল,সাধারণ সম্পাদক শেখ শামীম,মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহীন,নরসিংদী সরকারী কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি শিব্বির আহম্মেদ শিবলী সহ নরসিংদী জেলা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন