নরসিংদী সদরনরসিংদীর খবরপলাশবেলাবোমনোহরদীরায়পুরাশিবপুর
করোনা প্রতিরোধে কঠোর হচ্ছে নরসিংদী জেলা পুলিশ : টহল অব্যাহত, বাড়ানো হয়েছে চেকপোস্ট
পুলিশ সূত্র জানায় আজ বুধবার ( ২২ এপ্রিল) জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে নরসিংদী সদর মডেল থানা, মাধবদী, পলাশ, শিবপুর মডেল থানা, মনোহরদী, রায়পুরা ও বেলাব থানাধীন বিভিন্ন স্থানে গণজমায়েত রোধ, অযথা ঘোরাঘুরি বন্ধ করা ও সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে কঠোর অবস্থানে রয়েছে জেলা পুলিশ।
তাছাড়া, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির বাড়িসহ পুরো এলাকা লকডাউন এবং আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে।
করোনা ভাইরাস প্রতিরোধে নরসিংদী জেলা পুলিশের টহল অব্যাহত রয়েছে, বাড়ানো হয়েছে চেকপোস্ট।