বাংলাদেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় ১৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৬৬
বাণী ডেস্ক: আজ শুক্রবার (১৭ এপ্রিল) দেশে করোনা ভাইরাসে নতুন করে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে। নতুন আরো ২৬৬ জন শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩৮ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ২১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ৫৮ জন। যদি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত আমরা ঘরে থাকি তাহলে আমাদের জয় হবে ইনশাআল্লাহ। সঠিকভাবে লকডাউন মেনে চললে ছড়াবে না করোনা ভাইরাস। তিনি আরো বলেন, আমরা সকলে মিলে এ যুদ্ধে জয়ী হবো। ঘরে থাকুন, সুস্থ থাকুন। আক্রান্ত হবেন না। করোনা পরীক্ষা করান। নিজে বাঁচুন, অন্যকে বাঁচান।
আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ২১-৩০ বছরের মধ্যে ২১ ভাগ মানুষ আক্রান্ত হয়েছেন। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৯ ভাগ আক্রান্ত। ঢাকায় সংক্রমিত হয়েছেন শতকরা ৪৬ ভাগ। তবে মিরপুরে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত ১ লাখ ৪৫ হাজার ৫২১ জনের মৃত্যু হয়েছে। মরণব্যধি ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় ৭ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের ২১ লাখ ৮২ হাজার ১৯৭ জন। এদের মধ্যে বর্তমানে ১৪ লাখ ৮৯ হাজার ৩৮১ জন চিকিৎসাধীন এবং ৫৬ হাজার ৫৫৮ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এ পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে ৫ লাখ ৪৭ হাজার ২৯৫ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ৪৫ হাজার ৫২১ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।
করোনা ভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনা ভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।