নরসিংদী সদরনরসিংদীর খবরস্বাস্থ্যকথা
নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে করোনা (কোভিড-১৯) হাসপাতাল ঘোষণা
বাণী রিপোর্ট: নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে ৮০ শয্যা বিশিষ্ট করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা কেন্দ্র ঘোষণা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে নরসিংদী জেলা সিভিল সার্জন কার্যালয়।
সূত্র জানায়, এই হাসপাতালটিতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা শুরু হয়েছে । ১০০ শয্যার সাধারণসহ সব রোগীদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। কোভিড আইসোলেশন সেন্টার ঘোষণা করায় হাসপাতালটিতে করোনা ব্যতিত অন্য কোন নতুন কোনো রোগী ভর্তি নেওয়া হবে না। অন্য রোগে আক্রান্তদের যারা আসবেন তাদের নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হবে। সেখান থেকে সব রোগের চিকিৎসা পাবেন। সেখানে অপারেশনসহ সব চিকিৎসা সেবা দেওয়া হবে।