নরসিংদীতে ছোট ভাইকে শ্বাসরোধ করে হত্যা করেছে বড় ভাই
বাণী রিপোর্ট: নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চলে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে উপজেলার বাউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রবিন মিয়া (২৮) গান্ধী মিয়ার ছেলে বলে জানা যায়।
নিহতের মা সুফিয়া খাতুন জানায়, রবিন প্রায়ই নেশা করে বাড়ির লোকজনকে মারধর করত। নেশা করায় তার নামে প্রতিনিয়ত বিচার আসত। এসব বিষয় নিয়ে পরিবারে অশান্তি বিরাজ করছিল। ঘটনার দিন ২ ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শুক্রবার গভীর রাতে বড় ছেলে আলমগীর ও তার শ্বশুরবাড়ির লোকজন রবিনের হাত-পা ও গলায় রশি বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে।
ঘটনার পর আলমগীর ও তার সহযোগীরা পালিয়ে গেছে। খবর পেয়ে শনিবার (১১ এপ্রিল) সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
সদর মডেল থানার ওসি সৈয়দুজ্জামান জানান, সদর উপজেলার বাউশিয়া গ্রাম থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।