করোনা ভাইরাসে আক্রান্ত পুলিশের ২ সদস্য, ২০ জন কোয়ারেন্টিনে
বাণী ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একজন কর্মকর্তা ও গাড়ির চালক। অন্তত: ২০ জন পুলিশ সদস্যকে পাঠানো হয়েছে কোয়ারেন্টিনে।
গোয়েন্দা সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত পুলিশের দুই সদস্য ডিবি উত্তর বিভাগে কর্মরত আছেন। তাদের মধ্যে একজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অপরজন তার গাড়ির চালক কনস্টেবল।
গোয়েন্দা শাখার একজন কর্মকর্তা জানান, বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই দুই পুলিশ সদস্যের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আজ বিষয়টি জানাজানি হলে পুলিশ কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কয়েকজন কর্মকর্তা অফিসে আসলেও ফের চলে যান বাসায়।
ডিবি’র যুগ্ম কমিশনার মাহবুবুল আলম জানিয়েছেন, করোনায় পুলিশের ২জন সদস্য আক্রান্ত হয়েছেন। তারা একই টিমের সদস্য হওয়ায় অন্তত: ২০জন সদস্যকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। অন্য সকল বিভাগের টিমের কার্যক্রম অব্যাহত রয়েছে।